Study Barta 24
Grammar

Sentence in English Grammar: Sentence (বাক্য) শিখুন বাংলায়

Teacher explaining sentence in English

Sentences are the building blocks of written communication and serve as a way to express complete thoughts.

Understanding the definition and classification of sentences is crucial for effective writing.

This article explores the different types of sentences in English grammar with examples to help you master sentence formation.

Sentence in English Grammar

Look at the following words in line:
a) Live Dhaka we in.
b) GPA 5 in Jihad exam HSC got.

উপরের লাইনদ্বয়ে ব্যবহৃত শব্দগুলোকে বিশ্লেষণ করলে দেখা যায়, তাড়া কোনো অর্থবোধক মনের ভাব প্রকাশ করতে পারেনি। শব্দগুলো এলোমেলোভাবে ব্যবহৃত হয়েছে। কিন্তু যদি শব্দগুলোকে নিম্নরূপে সাজানো যায়ঃ

a) We live in Dhaka.
b) Jihad got GPA 5 in HSC exam.

তবে শব্দগুলো দ্বারা পূর্ণ অর্থবোধক বাক্য তৈরি হয় এবং মনের ভাব পূর্ণ হয়।

সুতরাং বলা যায়, যে সকল শব্দ সমষ্টি লাইনে ব্যবহৃত হয়ে পূর্ণ অর্থবোধক ভাব তৈরি করে তাকে Sentence বা বাক্য বলে।

Sentence definition in English: A sentence is a set of words combined together to make a complete sense.

উপরের সংজ্ঞা থেকে বলা যায়ঃ Sentence হচ্ছে –

(i) একগুচ্ছ শব্দ যা সুন্দর ও ধারাবাহিকভাবে সাজানো

(ii) পূর্ণ অর্থ প্রকাশক

(iii) শব্দগুচ্ছ স্বাধীনভাবে চলতে সক্ষম।

Subject and Predicate

Look at the sentences bellow:
a) Zaara/disturbs her mother.
b) Joni/reads in class six.

উপরের বাক্য দুটিতে দেখা যাচ্ছে, কারও সম্পর্কে বা কোন কিছু সম্পর্কে কিছু বলা হয়েছে।

প্রথম (a) বাক্যে ‘জারা’ সম্পর্কে বলা হয়েছে এবং সে কি করছে তা বলা হয়েছে।

দ্বিতীয় (b) বাক্যে ‘জনি’ সম্পর্কে বলা হয়েছে এবং সে কি করে তা বলা হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে, একটি Sentence -এ দুটি অংশ থাকে। যথা –

(i) Naming part (যার বা যে বস্তু সম্পর্কে বলা হয়) এবং
(ii) Telling part (সেই বস্তু বা ব্যক্তি সম্পর্কে যা বলা হয়)

Subject and Predicate definition: অতএব, বাক্যের যে অংশে কোন ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে Subject বলে এবং যে অংশে subject সম্বন্ধে যা বলা হয় তাকে Predicate বলে।

Different Types of Subject

Sentence -এ নিম্নলিখিত word/words গুলো Subject হিসেবে ব্যবহৃত হয়।

1. Noun: Jewel plays football.

2. Pronoun: He writes a good hand.

3. Adjective: The pious are blessed.

4. Gerund: Swimming is a good exercise.

5. Verbal Noun: The reading of books gives us knowledge.

6. Clause: That he is honest is known to us.

7. Phrase: A man of letters is coming.

8. Quotation: All that glitters is not gold.

Elements of Predicate Part

Predicate part -এ নিম্নলিখিত অংশগুলো থাকেঃ

1. Noun: They wrote an essay.

2. Object: Rana saw a bird.

3. Adjunct to object: Rana saw a beautiful bird.

4. Complement of object: The citizens made Arun MP.

5. Adverbial adjunct: They walk slowly.

How to find out Subject and Predicate?

(i) কোন Sentence -এর বক্তব্যে ‘কে বা কারা হয় বা করে’প্রশ্ন করলে উত্তরটি হয় Subject.

যেমন – The farmers plough the land.

উক্ত বাক্যে কারা লাঙল চষে? উত্তর – কৃষকেরা। সুতরাং farmers এখানে Subject.

(ii) Subject সাধারণত Predicate -এর আগে বসে। তবে বক্তব্যের উপর emphasis বুঝাতে Subject -কে Predicate -এর পরে বসানো হয়ে থাকে। যেমন – Sweet are the uses of adversity.

Classification of Sentence

ভাব প্রকাশের ধরনের উপর ভিত্তি করে Sentence -কে পাঁচ ভাগে ভাগ করা হয়। যথা-

1. Assertive sentence (বিবৃতিমূলক বাক্য)

2. Interrogative sentence (প্রশ্নবোধক বাক্য)

3. Imperative sentence (অনুজ্ঞাসূচক বাক্য)

4. Optative sentence (ইচ্ছা বা আশীর্বাদসূচক বাক্য)

5. Exclamatory sentence (আবেগসূচক বাক্য)

Assertive Sentence

যে sentence -এ কোন বিবৃতি প্রকাশ পায় তাকে assertive sentence বলে। যেমন –

  • Jerin sings a song.
  • The students attend the class.

Assertive sentence -কে দুইভাগে ভাগ করা হয়। যথা –
a) Affirmative (হ্যা-বোধক)
b) Negative (না-বোধক)

Affirmative Sentence

যে বাক্যে কোন কিছু স্বীকার করা হয় তাকে Affirmative sentence বলে। যেমন-

  • Helal sells food.
  • Maruf loves Afrin

Negative Sentence

যে sentence -এ কোন কিছু অস্বীকার করা হয় তাকে Negative sentence বলে। যেমন-

  • The have no car.
  • My brother does not cry.

Interrogative Sentence

যে Sentence এ কোন প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে Interrogative sentence বলে। যেমন-

  • Does he play football?
  • Did she dance at the function?

Imperative Sentence

যে Sentence এ আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, বিনয় ইত্যাদি প্রকাশ পায় তাকে Imperative sentence বলে। যেমন-

  • Do it at once (আদেশ)
  • Take care of your health (উপদেশ)

Imperative sentence এ কর্তা (Subject) উহ্য থাকে এবং Sentence -টি verb দিয়ে শুরু হয়।

Optative Sentence

যে Sentence -এ ইচ্ছা, প্রার্থনা ও আশীর্বাদ ইত্যাদি প্রকাশ পায় তাকে Optative sentence বলে। যেমন –

  • May God bless you.
  • Long live our Prime Minister.

Exclamatory Sentence

যে Sentence -এ মনের আকস্মিক ভাব বা আবেগ প্রকাশ পায় তাকে Exclamatory sentence বলে। যেমন-

  • What a nice bird it is!
  • How beautiful you are!

Classification of Sentence According to Structure

Structure অনুসারে sentence -কে তিন ভাগে ভাগ করা যায়। যথা-

a) Simple Sentence (সরল বাক্য)

b) Complex Sentence (জটিল বাক্য)

c) Compound Sentence (যৌগিক বাক্য)

Simple Sentence

যে Sentence -এ একটি মাত্র clause (subject ও finite verb) থাকে তাকে simple sentence বলে। যেমন – Jerin is beautiful girl.

Complex Sentence

যে Sentence -এ দুই বা ততোধিক clause (বাক্যাংশ) connective word দ্বারা যুক্ত থাকে তাকে complex sentence বলে। যেমন – Jerin is a gril who is beautiful.

Complex sentence -এ clause গুলো who, which, that, what, whom, so that, as, because, since ইত্যাদি connective word দ্বারা যুক্ত থাকে।

Compound Sentence

যে বাক্যে দুই বা ততোধিক clause and, but, or ইত্যাদি conjunction দ্বারা যুক্ত থাকে তাকে Compound sentence বলে। যেমন – Jerin is a girl and she is very beautiful.

Related posts

50 Sentences of Active and Passive Voice

studybarta24

50 Sentences of Should not

studybarta24

Mastering Grammar – 50 Sentences of Should Have

studybarta24